ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৯৬
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৬) ইবন মাসউদ রা. বলেন, আমার রাসূলুল্লাহ (ﷺ) কে সালাতে রত থাকা অবস্থায় সালাম প্রদান করতাম এবং তিনি সালামের উত্তর দিতেন। এরপর যখন আমরা নাজাশির নিকট থেকে ফিরে আসলাম তখন তাঁকে সালাম দিলাম, কিন্তু তিনি উত্তর দিলেন না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে সালাম দিতাম এবং আপনি উত্তর দিতেন তিনি বলেন, সালাতের মধ্যে ব্যস্ত থাকার মতো কর্ম রয়েছে।
عن عبد الله رضي الله عنه قال: كنا نسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاة فيرد علينا فلما رجعنا من عند النجاشي سلمنا عليه فلم يرد علينا فقلنا يا رسول الله إنا كنا نسلم عليك فترد علينا قال إن في الصلاة شغلا... إنّ الله يحدث من أمره ما يشاء وإنه قد أحدث من أمره أن لا يتكلم في الصلاة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৯৭
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৭) মুআবিয়া ইবনুল হাকাম সুলামি রা. বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করছিলাম। এমতাবস্থায় এক ব্যক্তি হাঁচি দেয়। তখন আমি বলি, ‘ইয়ারহামুকাল্লাহ' (আল্লাহ তোমাকে রহমত করুন)।... সমবেত মুসল্লীগণ তাদের উরু চাপড়িয়ে আমাকে চুপ করার ইঙ্গিত দেন । সালাতের পরে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এই সালাতের মধ্যে মানুষের কথাবার্তার কিছু বৈধ নয়। সালাত শুধুমাত্র তাসবীহ, তাকবীর ও কুরআন পাঠের জন্য।
عن معاوية بن الحكم السلمي رضي الله عنه قال: بينا أنا أصلي مع رسول الله صلى الله عليه وسلم إذ عطس رجل من القوم فقلت: يرحمك الله ... فجعلوا يضربون بأيديهم على أفخاذهم فلما رأيتهم يصمتونني لكني سكت فلما صلى رسول الله صلى الله عليه وسلم... قال إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس إنما هو التسبيح والتكبير وقراءة القرآن

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬৯৮
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৮) যাইদ ইবন আরকাম রা. বলেন, আমরা সালাতের মধ্যে কথা বলতাম । মুসল্লী সালাতের মধ্যে তার পার্শ্ববর্তী সাথির সাথে কথা বলত । অতঃপর কুরআনের বাণী ‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে' নাযিল হল। তখন আমাদেরকে নীরবতার নির্দেশ দেওয়া হল এবং কথা বলতে নিষেধ করা হল।
عن زيد بن أرقم رضي الله عنه قال: كنا نتكلم في الصلاة يكلم الرجل صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت: وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৯৯
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে যুহর বা আসরের সালাত আদায় করেন। তিনি দুই রাকআতে সালাম ফিরিয়ে সালাত শেষ করেন। তখন যুল ইয়াদাইন নামক একব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথিগণকে জিজ্ঞাসা করেন, এ যা বলছে তা কি ঠিক? তারা বলেন, হ্যাঁ। তখন তিনি আরো দুই রাকআত সালাত আদায় করেন, এরপর দুইটি সাজদা করেন।
عن أبي هريرة رضي الله عنه قال: صلى بنا النبي صلى الله عليه وسلم الظهر أو العصر فسلم (انصرف من اثنتين) فقال له ذو اليدين الصلاة يا رسول الله أنقصت؟ فقال النبي صلى الله عليه وسلم لأصحابه: أحق ما يقول؟ قالوا نعم فصلى ركعتين أخريين ثم سجد سجدتين

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৭০০
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৭০০) তাবিয়ি আতা ইবন আবী রাবাহ (১১৪ হি.) বলেন, উমার ইবনুল খাত্তাব রা. একদিন তার সাথিদের নিয়ে সালাত আদায় করেন তিনি দুই রাকআতে সালাম ফিরিয়ে সালাত শেষ করেন। তখন তাকে সে বিষয়ে বলা হয়। তিনি বলেন, আমি ইরাক থেকে উটের একটি কাফেলা সকল বোঝা ও মালপত্রসহ প্রস্তুত করি যা অবশেষে মদীনায় আগমন করেছে। এরপর তিনি তাদেরকে নিয়ে চার রাকআত সালাত আদায় করেন।
عن عطاء يقول: صلى عمر رضي الله عنه بأصحابه فسلم في ركعتين ثم انصرف فقيل له ذلك فقال: إني جهزت عيرا من العراق بأحمالها وأحقابها حتّى وردت المدينة فصلى بهم أربع ركعات

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭০১
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৭০১) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কথাবার্তা সালাত ভেঙ্গে দেয় কিন্তু ওযু ভাঙ্গে না।
عن جابر رضي الله عنه مرفوعا: الكلام ينقض الصلاة ولا ينقض الوضوء

তাহকীক:
তাহকীক চলমান