ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৯৫
নামাযের অধ্যায়
তাশাহহুদের পরে ওযু বিনষ্ট হলে
(৬৯৫) আলী রা. বলেন, যদি কোনো ব্যক্তি তাশাহহুদ পরিমাণ বসে, অতঃপর তার ওযু বিনষ্ট হয় তাহলে তার সালাত পূর্ণ হয়ে গিয়েছে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: إذا جلس مقدار التشهد ثم أحدث فقد تمت صلاته
tahqiq

তাহকীক: