ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৯২
সালাতের মধ্যে ওযু বিনষ্ট হলে
(৬৯২) ইবন উমার রা. বলেন, যদি সালাতের মধ্যে কারো নাকের রক্ত নির্গত হয় বা বমি বের হয়ে যায় অথবা সে উত্তেজনাজনিত যৌনরস অনুভব করে তাহলে সে সালাত ত্যাগ করে গিয়ে ওযু করবে । এরপর ফিরে এসে বাকি সালাত পূর্ণ করবে। সে ওযু ভঙ্গের পূর্বে যতটুকু সালাত আদায় করেছিল তার উপর নির্ভর করে বাকি সালাত পূর্ণ করবে।
عن ابن عمر رضي الله عنهما قال: إذا رعف الرجل في الصلاة أو ذرعه القيء أو وجد مذيا فإنه ينصرف ويتوضأ ثم يرجع فيتم ما بقي على ما مضى

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৯৩
সালাতের মধ্যে ওযু বিনষ্ট হলে
(৬৯৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি সালাত আদায়রত অবস্থায় তোমাদের কারো ওযু বিনষ্ট হয়ে যায় তাহলে সে যেন তার নাক চেপে ধরে সালাত ত্যাগ করে চলে যায়।
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا صلى أحدكم فأحدث فليمسك على أنفه ثم لينصرف

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৯৪
সালাতের মধ্যে ওযু বিনষ্ট হলে
(৬৯৪) আলী ইবন তাল্ক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি সালাতের মধ্যে বায়ুত্যাগ করে তাহলে যেন সে সালাত ছেড়ে গিয়ে ওযু করে এবং পুনরায় সালাত আদায় করে।
عن علي بن طلق رضي الله عنه مرفوعا: إذا فسا أحدكم في الصلاة فلينصرف فليتوضأ وليعد الصلاة

তাহকীক:
তাহকীক চলমান