ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৯০
মসজিদের দিকে ধীরে ও প্রশান্তির সাথে যেতে হবে। সালাতের যে অংশ মাসবুক ইমামের সাথে পান নি সেটুকু তিনি কাযা করবেন
(৬৯০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন ইকামত শুনবে তখন গাম্ভীর্য ও প্রশান্তির সাথে সালাতের দিকে হেঁটে যাবে । তোমরা তাড়াতাড়ি করবে না। তোমরা ইমামের সাথে যে পরিমাণ সালাত পাবে তা আদায় করবে। আর যা তোমরা পাবে না তা পূরণ করবে।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة والوقار ولا تسرعوا فما أدركتم فصلوا وما فاتكم فأتموا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬৯১
মসজিদের দিকে ধীরে ও প্রশান্তির সাথে যেতে হবে। সালাতের যে অংশ মাসবুক ইমামের সাথে পান নি সেটুকু তিনি কাযা করবেন
(৬৯১) ইবন মাসউদ রা. বলেন, যে ব্যক্তি ইমামের সাথে কিছু সালাত আদায় করতে পারবে না সেই ব্যক্তি ইমামের সাথে যতটুকু সালাত আদায় করবে তাকে তার সালাতের শেষ অংশ বলে গণ্য করবে।
عن ابن مسعود رضي الله عنه في الرجل يفوته بعض الصلاة مع الإمام قال: يجعل ما يدرك مع الإمام آخر صلاته

তাহকীক:
তাহকীক চলমান