ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৮৮
নামাযের অধ্যায়
ইমাম যামিনদার
(৬৮৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমাম যামিনদার এবং মুয়াযযিন আমানতপ্রাপ্ত। আল্লাহ ইমামদেরকে সুপথ প্রদর্শন করেন এবং মুয়াযযিনদেরকে ক্ষমা করেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الإمام ضامن والمؤذن مؤتمن فأرشد الله الأئمة وغفر للمؤذنين
হাদীস নং: ৬৮৯
নামাযের অধ্যায়
ইমাম যামিনদার
(৬৮৯) আলী রা. বলেন, আযানের কর্তৃত্ব মুয়াযযিনের বেশী এবং ইকামতের কর্তৃত্ব ইমামের বেশী।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: المؤذن أملك بالأذان والإمام أملك بالإقامة
tahqiq

তাহকীক: