ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৮৭
সালাত হালকা করার বিষয়ে ইমামের প্রতি নির্দেশ
(৬৮৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ মানুষদের জন্য সালাত আদায় করবে (ইমামতি করবে) তখন সে যেন সংক্ষেপ করে; কারণ তাদের মধ্যে দুর্বল, অসুস্থ ও বয়োবৃদ্ধ মানুষ থাকে। আর যখন তোমাদের কেউ নিজের জন্য সালাত আদায় করবে তখন সে তার ইচ্ছামতো সালাত দীর্ঘ করবে।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم والكبير (وذا الحاجة) وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء

তাহকীক:
তাহকীক চলমান
