ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭১৩
ইমামের লোকমা দেওয়া
(৭১৩) ইবন মাসউদ রা. বলেন, ইমাম যখন অপারগ হয়ে যাবে তখন তুমি তার প্রতিবাদ করবে না (লোকমা দেবে না); কারণ তা কথা বলা।
عن ابن مسعود رضي الله عنه: إذا تعايا الإمام فلا تردن عليه فإنه كلام
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, সম্ভবত ইবন মাসউদের এই কথার অর্থ, তোমরা ইমামের অসুবিধা নিশ্চিত না হয়ে তাড়াহুড়ো করে লোকমা দেবে না। আল্লাহই ভালো জানেন।
