ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭১৪
নামাযের অধ্যায়
মুসল্লীর সামনে দিয়ে গমনকারীর পাপ
(৭১৪) আবু জুহাইম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়রত মানুষের সামনে দিয়ে গমনাগমন করে যে যদি জানত যে তার এই কর্মে কত কঠিন অপরাধ তাহলে তার জন্য চল্লিশ যাবৎ দাঁড়িয়ে থাকা মুসল্লীর সামনে দিয়ে চলার চেয়ে উত্তম হত।
كتاب الصلاة
عن أبي جهيم رضي الله عنه مرفوعا: لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه