ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৬৫
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৫) তাবিয়ি মাকহুল (মৃ: ১১৩ হি.) বলেন, আবু হুরাইরা রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের উপর সালাত অত্যাবশ্যকীয় যে কোনো মুসলিমের পেছনে, সে নেককার হোক বা পাপী হোক, যদিও সে কবীরা গোনাহ করে থাকে।তোমাদের উপর সালাত অত্যাবশ্যকীয় যে কোনো মুসলিমের পেছনে, সে নেককার হোক বা পাপী হোক, যদিও সে কবীরা গোনাহ করে থাকে।
كتاب الصلاة
عن مكحول عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الصلاة واجبة عليكم خلف كل مسلم برا كان أو فاجرا وإن عمل الكبائر والصلاة واجبة على كل مسلم برا كان أو فاجرا وإن عمل الكبائر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬৬
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৬) জাবির রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, তোমরা শুনে রাখো! কোনো মহিলা পুরুষের ইমামতি করবে না।কোনো বেদুঈন মুহাজিরের ইমামতি করবে না। কোনো পাপী মুমিনের ইমামতি করবে না, তবে যদি সে তাকে ক্ষমতার দাপটের অধীনস্থ করে যাতে সে তার তরবারি বা লাঠির ভয় পায়।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه مرفوعا: ألا لا تؤمن امرأة رجلا ولا يؤم أعرابي مهاجرا ولا يؤم فاجر مؤمنا إلا أن يقهره بسلطان يخاف سيفه وسوطه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬৭
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৭) আলী রা. বলেন, মহিলা ইমামতি করবে না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال : لا تؤم المرأة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬৮
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৮) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, বেদুঈন, দাস, জারয সন্তান যদি কুরআন পাঠ করে তাহলে তাদের ইমামতিতে অসুবিধা নেই।
كتاب الصلاة
عن إبراهيم قال: لا بأس بأن يؤمهم الأعرابي والعبد وولد الزنا إذا قرأ القرآن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬৯
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৯) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইবন উম্মু মাকতুমকে মদীনায় প্রতিনিধি রূপে রেখে যান। তিনি মানুষদের সালাতে ইমামতি করতেন, যদিও তিনি অন্ধ ছিলেন।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم استخلف ابن أم مكتوم يؤم الناس وهو أعمى
হাদীস নং: ৬৭০
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৭০) তাবিয়ি কাবীসা বলেন, ইবন মাসউদ রা. বলেছেন, আমি পছন্দ করি না যে, তোমাদের মধ্যকার অন্ধ মানুষেরা তোমাদের মুয়াযযিন হোক । কুবাইসা বলেন, আমার মনে হয় তিনি বলেন, অথবা তোমাদের ইমাম হোক।
كتاب الصلاة
عن قبيصة بن برمة الأسدي عن ابن مسعود رضي الله عنه أنه قال: ما أحب أن يكون مؤذنؤكم عميانكم حسبته قال: ولا قراءكم
tahqiq

তাহকীক: