ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৬০
ইমামতির অগ্রাধিকার
(৬৬০) মারসাদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যদি ভালো লাগে যে, তোমাদের সালাত কবুল হোক তাহলে যেন তোমাদের আলিমগণ তোমাদের ইমাম হন। কারণ তোমাদের প্রভুর মাঝে তারাই প্রতিনিধি।
عن مرثد بن أبي مرثد الغنوي مرفوعا: إن سركم أن تقبل صلاتكم فليؤمكم علماؤكم فإنّهم وفدكم فيما بينكم وبين ربكم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৬১
ইমামতির অগ্রাধিকার
(৬৬১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যদি ভালো লাগে যে, তোমাদের সালাত কবুল হোক তাহলে তোমাদের মধ্যে যারা সর্বোত্তম তারাই যেন তোমাদের ইমাম হন। কারণ তোমাদের ও তোমাদের প্রভুর মাঝে তারাই প্রতিনিধি।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: إن سركم أن تقبل صلاتكم فليؤمكم خياركم فإنّهم وفدكم فيما بينكم وبين ربكم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৬২
ইমামতির অগ্রাধিকার
(৬৬২) আবু মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষদের ইমামতি করবে তাদের মধ্যে যে সবচেয়ে ভালো কুরআন পাঠ করে । যদি তারা সবাই কুরআন পাঠে সমকক্ষ হয় তাহলে তাদের মধ্যে যে সুন্নতের বিষয়ে বেশী জ্ঞানী সে ইমামতি করবে। যদি তারা সুন্নতের জ্ঞানে সমান হয় তাহলে তাদের মধ্যে যে হিজরতের ক্ষেত্রে প্রাচীনতর সে । যদি তারা হিজরতের ক্ষেত্রে সমান হয় তাহলে তাদের মধ্যে যার বয়স অধিক সে ইমামতি করবে। একব্যক্তি আরেক ব্যক্তির আধিপত্যের মধ্যে তার অনুমতি ছাড়া ইমামতি করবে না এবং একব্যক্তি আরেক ব্যক্তির বাড়িতে তার বিশেষ আসনে তার অনুমতি ছাড়া বসবে না।
عن أبي مسعود الأنصاري رضي الله عنه مرفوعا: يؤم القوم أقرؤهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما (سنا) ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكرمته إلا بإذنه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬৬৩
ইমামতির অগ্রাধিকার
(৬৬৩) মালিক ইবনুল হুওয়াইরিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য মানুষদের নিকট বেড়াতে আসে তাহলে সে যেন তাদের ইমামতি না করে। তাদের মধ্য থেকে কেউ যেন তাদের ইমাম হয়।
عن مالك بن الحويرث رضي الله عنه مرفوعا: من زار قوما فلا يؤمهم وليؤمهم رجل منهم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৬৪
ইমামতির অগ্রাধিকার
(৬৬৪) ইবন উমার রা. একদিন এক মসজিদে সালাত আদায় করতে যান। মসজিদের ইমাম ছিলেন তার এক খাদেম। ইমাম ইবন উমারকে ইমামতির অনুরোধ করলে তিনি তাকে বলেন, তোমার মসজিদে সালাত আদায়ের হক তোমার বেশী। তখন সেই খাদেমই সালাত আদায় করান ।
عن ابن عمر رضي الله عنهما أنه قال لمولاه وهو إمام المسجد: أنت أحق أن تصلي في مسجدك منى فصلى المولى

তাহকীক:
তাহকীক চলমান