ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬০৭
কুরআনের সূরা ও আয়াতের পরম্পরা উল্টে পাঠ করা
(৬০৭) তাবিয়ি আব্দুল্লাহ ইবন শাকীক (১০৮ হি.) বলেন, তাবিয়ি আহনাফ ইবন কাইস (মৃ: ৬৭ হি.) আমাদেরকে ইমামতি করে সালাত আদায় করান । তিনি প্রথম রাকআতে সূরা কাহাফ (১৮ নং সূরা) ও দ্বিতীয় রাকআতে সূরা ইউনূস (১০ নং সূরা) পাঠ করেন। আহনাফ বলেন যে, তিনি উমার রা.র সাথে ফজরের সালাত আদায় করেন, তখন উমার এভাবে এই দুই সূরা দিয়ে সালাত আদায় করেন।
عن عبد الله بن شقيق قال: صلى بنا الأحنف بالكهف في الأولى وفي الثانية بيونس وزعم أنه صلى مع عمر رضي الله عنه الصبح بهما

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬০৮
কুরআনের সূরা ও আয়াতের পরম্পরা উল্টে পাঠ করা
(৬০৮) হুযাইফা রা. বলেন, আমি একরাতে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে (তাহাজ্জুদের সালাত) আদায় করলাম। তিনি সূরা বাকারাহ শুরু করলেন। আমি (নিজের মনে) বললাম, তিনি ১০০ আয়াত শেষ করে রুকু করবেন । তিনি ১০০ আয়াত পার হয়ে গেলেন। আমি বললাম, তিনি এক রাকআতে এই সূরা শেষ করবেন। তিনি সূরা শেষ করলেন । আমি বললাম, তিনি হয়ত এখন রুকু করবেন। তিনি সূরা নিসা শুরু করলেন। তিনি । সূরা নিসা পাঠ করে শেষ করলেন। এরপর তিনি সূরা আল ইমরান শুরু করলেন। তিনি ধীরে ধীরে পাঠ করছিলেন...।
عن حذيفة رضي الله عنه قال: صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فافتتح البقرة فقلت يركع عند المائة ثم مضى فقلت يصلي بها في ركعة فمضى فقلت يركع بها ثم افتتح النساء فقرأها ثم افتتح آل عمران فقرأها يقرأ مترسلا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬০৯
কুরআনের সূরা ও আয়াতের পরম্পরা উল্টে পাঠ করা
(৬০৯) ইবন মাসউদ রা.কে একব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে ব্যক্তি উল্টো করে কুরআন পাঠ করে । তিনি বলেন, ওই ব্যক্তির হৃদয় উল্টো।
عن ابن مسعود رضي الله عنه أنه سئل عن رجل يقرأ القرآن منكوسا قال: ذلك منكوس القلب

তাহকীক:
তাহকীক চলমান