ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৩০
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩০) আব্দুল্লাহ ইবন যুবাইর বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন দুআর জন্য বসতেন তখন তাঁর ডানহাত তাঁর ডান উরুর উপর রাখতেন এবং তাঁর বামহাত তাঁর বাম উরুর উপর রাখতেন। এবং তিনি তাঁর শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তাঁর বৃদ্ধাঙ্গুলি তাঁর মধ্যমার উপর রাখতেন। আর তিনি তাঁর বাম হাতের তালু দিয়ে হাঁটু আঁকড়ে ধরতেন ।
عن عبد الله بن الزبير رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا قعد يدعو وضع يده اليمنى على فخذه اليمنى ويده اليسرى على فخذه اليسرى وأشار بإصبعه السبابة ووضع إبهامه على إصبعه الوسطى ويلقم كفه اليسرى ركبته

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৩১
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাশাহহুদের জন্য বসতেন তখন তাঁর বাম হাতকে বাম হাঁটুর উপর রাখতেন এবং ডান হাতকে ডান হাঁটুর উপর রাখতেন । এবং তিনি ৫৩ এর গিরা দিতেন, অর্থাৎ কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা তিনটি আঙ্গুল হাতের তালুর সাথে মিলিয়ে রেখে বৃদ্ধাঙ্গুলিকে শাহাদত আঙ্গুলির মূলের সাথে মিলিয়ে রাখতেন এবং শাহাদত আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করতেন।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا قعد في التشهد وضع يده اليسرى على ركبته اليسرى ووضع يده اليمنى على ركبته اليمنى وعقد ثلاثة وخمسين وأشار بالسبابة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৩২
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩২) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমার বৃত্ত তৈরী করেছেন এবং তার পাশের আঙ্গুল উচু করেছেন। তা দিয়ে তিনি তাশাহহুদের মধ্যে দুআ করছেন ।
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم قد حلق بالإبهام والوسطى ورفع التي تليهما يدعو بها في التشهد

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৩৩
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩৩) আসিম ইবন কুলাইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট প্রবেশ করলাম যখন তিনি সালাত আদায় করছিলেন। তিনি তার বামহাত বাম উরুর উপরে ও ডানহাত ডান উরুর উপরে রেখেছিলেন, হাতের আঙ্গুলগুলো গুটিয়ে রেখেছিলেন এবং শাহাদত আঙ্গুলিকে লম্বা করে দিয়েছিলেন এবং এই অবস্থায় তিনি বলছিলেন, 'হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন'।
عن عاصم بن كليب الجرمي عن أبيه عن جده قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي وقد وضع يده اليسرى على فخذه اليسرى ووضع يده اليمنى على فخذه اليمنى وقبض أصابعه وبسط السبابة وهو يقول: يا مقلب القلوب ثبت قلبي على دينك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৩৪
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩৪) খুফাফ ইবন ঈমা' ইবন রাখসাহ গিফারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতের শেষে বসতেন তখন তাঁর শাহাদাত আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করতেন। মুশরিকগণ বলত, তিনি তা দিয়ে যাদু করেন। তারা মিথ্যা বলত। কিন্তু এ ছিল তাওহীদ বা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনার প্রতীক।
عن خفاف بن إيماء بن رحضة الغفاري رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا جلس في آخر صلاته يشير بأصبعه السبابة وكان المشركون يقولون يسحر بها وكذبوا ولكنه التوحيد

তাহকীক:
তাহকীক চলমান