ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫২৯
তাশাহহুদের পরে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা
(৫২৯) আবু হুরাইরা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ শেষ তাশাহহুদ সমাপ্ত করবে তখন যেন সে আল্লাহর নিকট চারটি বিষয় থেকে আশ্রয় চায়: জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর পরীক্ষা-সমস্যা থেকে এবং মাসীহ দাজ্জালের অকল্যাণ থেকে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا فرغ أحدكم من التشهد الآخر فليتعوذ بالله من أربع: من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر المسيح الدجال
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা