ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫২২
নামাযের অধ্যায়
তাশাহহুদ
(৫২২) ইবন মাসউদ রা. বলেন, মুহাম্মাদ (ﷺ) বলেছেন, তোমরা যখন প্রত্যেক দুই রাকআতে বসবে তখন বলবে, 'সকল মহান মর্যাদা জ্ঞাপন আল্লাহর জন্য এবং উপাসনা-আরাধনা ও প্রার্থনাসমূহ এবং পবিত্র বাক্য, কর্ম ও দানসমূহ। সালাম আপনার উপর, হে নবী, এবং আল্লাহর রহমত ও তাঁর বরকতসমূহ। সালাম আমাদের উপর এবং আল্লাহর নেককার বান্দাগণের উপর। আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবং সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর দাস ও প্রেরিত বার্তাবাহক।' এরপর সে বিভিন্ন দুআর মধ্য থেকে তার সবচেয়ে বেশী ভালো লাগে এমন দুআ বেছে নিয়ে আল্লাহর কাছে দুআ করবে।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه قال: إن محمدا صلى الله عليه وسلم قال: إذا قعدتم في كل ركعتين فقولوا: التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وليتخير أحدكم من الدعاء أعجبه إليه فليدع الله عز وجل
তাহকীক:
হাদীস নং: ৫২৩
নামাযের অধ্যায়
তাশাহহুদ
(৫২৩) ইবন মাসউদ রা. বলেন, সুন্নত হল তাশাহহুদ (আত তাহিয়্যাতু...) চুপেচুপে পাঠ করা।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: من السنة أن يخفي التشهد
তাহকীক: