ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫২৪
তাশাহহুদ সালাতের মাঝে হলে উঠে পড়বে, না হলে দরূদ, দুআ ও সালাম বলবে
(৫২৪) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সালাতের মাঝে ও সালাতের শেষে তাশাহহুদ শিক্ষা দিয়েছেন।... যদি তাশাহহুদ সালাতের মাঝে হয় তাহলে তাশাহহুদ শেষ করেই উঠে দাঁড়াবে। আর যদি তাশাহহুদ সালাতের শেষে হয় তাহলে তাশাহহুদের পরে আল্লাহ তাকে যতটুকু তাওফীক দেন সেভাবে সুবিধামতো দুআ করবে। এরপর সে সালাম বলবে।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: علمني رسول الله صلى الله عليه وسلم التشهد في وسط الصلاة وفي آخرها... قال ثم إن كان في وسط الصلاة نهض حين يفرغ من تشهده وإن كان في آخرها دعا بعد تشهده ما شاء الله أن يدعو ثم يسلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫২৫
তাশাহহুদ সালাতের মাঝে হলে উঠে পড়বে, না হলে দরূদ, দুআ ও সালাম বলবে
(৫২৫) ইবন মাসউদ রা. বলেন, সালাত আদায়কারী ব্যক্তি তাশাহহুদ পাঠ করবে, এরপর সে নবী (ﷺ) এর উপর সালাত (দরূদ) পাঠ করবে। এরপর সে নিজের জন্য দুআ করবে।
عن عبد الله رضي الله عنه قال: يتشهد الرجل ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو لنفسه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫২৬
তাশাহহুদ সালাতের মাঝে হলে উঠে পড়বে, না হলে দরূদ, দুআ ও সালাম বলবে
(৫২৬) মুআবিয়া ইবনুল হাকাম সুলামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এই সালাতে মানুষের কথাবার্তার কোনো কিছু বৈধ নয় ।
عن معاوية ابن الحكم السلمي رضي الله عنه مرفوعا: إنّ هذه الصلاة لا يصلح فيها شيء من كلام النّاس

তাহকীক:
তাহকীক চলমান
