ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১৮
তাশাহহুদের সময় বসার পদ্ধতি
(৫১৮) আয়িশা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের পদ্ধতি বর্ণনায় বলেন, তিনি প্রতি দুই রাকআতে আত-তাহিয়্যাতু...' (তাশাহহুদ) বলতেন এবং তিনি তাঁর বামপা পেতে দিতেন ও ডানপা খাড়া করে রাখতেন ।
عن عائشة رضي الله عنها في هيئة صلاته صلى الله عليه وسلم: كان صلى الله عليه وسلم يقول في كل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫১৯
তাশাহহুদের সময় বসার পদ্ধতি
(৫১৯) ওয়ায়িল ইবন হুজর রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের বিবরণে বলেন, যখন তিনি তাশাহহুদের জন্য বসলেন তখন বামপা বিছিয়ে দিয়ে তার উপর বসলেন।
عن وائل بن حجر رضي الله عنه مرفوعا وفيه: فلما قعد للتشهد فرش رجله اليسرى ثم قعد عليها

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫২০
তাশাহহুদের সময় বসার পদ্ধতি
(৫২০) ইবন উমার রা. বলেন, সালাতের সুন্নত হল, ডানপা খাড়া রাখবে, এর আঙুলগুলো কিবলামুখি করবে এবং বাম পায়ের উপর বসতে হবে ।
عن ابن عمر رضي الله عنهما قال: من سنة الصلاة أن تنصب القدم اليمنى واستقباله بأصابعها القبلة والجلوس على اليسرى

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫২১
তাশাহহুদের সময় বসার পদ্ধতি
(৫২১) আবু হুমাইদ সায়িদি রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের বিবরণে বলেন, তিনি যখন দুই রাকআতের শেষে বসতেন তখন বাম পায়ের উপর বসতেন এবং ডানপা খাড়া রাখতেন। এবং তিনি যখন শেষ রাকআতে বসতেন তখন বামপা এগিয়ে দিতেন, অন্য পা খাড়া রাখতেন এবং নিতম্বের উপরে বসতেন।
عن أبي حميد الساعدي رضي الله عنه في هيئة صلاته صلى الله عليه وسلم: فإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في الركعة الآخرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته

তাহকীক:
তাহকীক চলমান
