ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫০৯
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫০৯) তাবিয়ি আব্দুর রহমান ইবন ইয়াযীদ বলেন, আমি আব্দুল্লাহ ইবন মাসউদের সালাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। আমি দেখলাম তিনি উঠে দাঁড়াচ্ছেন এবং বসছেন না। তিনি প্রথম ও তৃতীয় রাকআতে পায়ের আঙ্গুলগুলোর উপর উঠে দাঁড়াচ্ছেন।
عن عبد الرحمن بن يزيد قال: رمقت عبد الله بن مسعود رضي الله عنه في الصلاة فرأيته ينهض ولا يجلس قال: ينهض على صدور قدميه في الركعة الأولى والثالثة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫১০
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১০) তাবিয়ি ওয়াহব ইবন কাইসান বলেন, আমি দেখলাম আব্দুল্লাহ ইবন যুবাইর রা. দ্বিতীয় সাজদা শেষ করে সাজদার মধ্যে দুইপা যেভাবে থাকে সেভাবেই দুই পায়ের আঙ্গুলগুলোর উপর ভর করে সোজা হয়ে দাঁড়ালেন ।
عن وهب بن كيسان قال: رأيت ابن الزبير رضي الله عنه إذا سجد السجدة الثانية قام كما هو على صدور قدميه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫১১
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১১) তাবিয়ি নু'মান ইবন আবু আইয়াশ বলেন আমি একাধিক সাহাবিকে দেখেছি, তারা প্রথম ও তৃতীয় রাকআতে সাজদা থেকে মাথা উঠানোর পরে ওই অবস্থাতেই দাঁড়িয়ে পড়তেন, দাঁড়ানোর আগে বসতেন না।
عن النعمان بن أبي عياش قال: أدركت غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم فكان إذا رفع رأسه من السجدة في أول ركعة والثالثة قام كما هو ولم يجلس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫১২
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১২) সাহল ইবন সা'দ সায়িদি রা.র পুত্র আব্বাস অথবা আইয়াশ বলেন, এক মাজলিসে তার পিতার সাথে আবু হুরাইরা রা, আবু হুমাইদ রা. ও আবু উসাইদ রা. ছিলেন, সেখানে আবু হুমাইদ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত পদ্ধতি বর্ণনা করেন। এই হাদীসে তিনি উল্লেখ করেন, ‘অতঃপর তিনি আল্লাহু আকবার বলে সাজদা করেন । অতঃপর তিনি আল্লাহু আকবার বলেন এবং না বসেই উঠে দাঁড়ান’ ।
عن عباس أو عياش بن سهل (بن سعد) الساعدي في هيئة صلاة أبيه في مجلس فيه أبو هريرة وأبو حميد وأبو أسيد رضي الله عنهم وفيه : ثم كبر فسجد ثم كبر فقام ولم يتورك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫১৩
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১৩) আবু মালিক আশআরি রা. মদীনা থেকে ফিরে তার গোত্রের সকল নারী-পুরুষ একত্র করে তাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত পদ্ধতি শিক্ষা দেন। এই দীর্ঘ হাদীসের মধ্যে রয়েছে, এরপর তিনি আল্লাহু আকবার' বলেন ও সাজদায় পড়ে যান। অতঃপর তিনি 'আল্লাহু আকবার' বলে তার মাথা উঠান। অতঃপর তিনি 'আল্লাহু আকবার' বলে সাজদা করেন। অতঃপর তিনি 'আল্লাহু আকবার' বলে সোজা দাঁড়িয়ে পড়েন ।
عن أبي مالك الأشعري رضي الله عنه في تعليمه صلاة رسول الله صلى الله عليه وسلم قومه وفيه: ثم كبر وخر ساجدا ثم كبر فرفع رأسه ثم كبر فسجد ثم كبر فانتهض قائما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫১৪
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১৪) তাবিয়ি ইকরিমা বলেন, আমি মক্কায় এক বৃদ্ধের পেছনে সালাত আদায় করলাম। তিনি সালাতের মধ্যে বাইশবার 'আল্লাহু আকবার' বললেন। আমি ইবন আব্বাস রা.কে বললাম, লোকটি আহাম্মক। তিনি বললেন, হতভাগা পোড়া কপালে! এ তো আবুল কাসিম (ﷺ) এর সুন্নত ।
عن عكرمة قال: صليت خلف شيخ بمكة فكبر ثنتين وعشرين تكبيرة فقلت لابن عباس رضي الله عنه إنه أحمق فقال ثكلتك أمك سنة أبي القاسم صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫১৫
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১৫) মালিক ইবনুল হুয়াইরিস রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত আদায় করতে দেখেন। তিনি যখন সালাতের মধ্যে বেজোড় রাকআতে থাকতেন তখন পুরোপুরি স্থির হয়ে না বসে উঠে দাঁড়াতেন না ।
عن مالك بن الحويرث رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم يصلي فإذا كان في وتر من صلاته لم ينهض حتى يستوي قاعدا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা