ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫১৪
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১৪) তাবিয়ি ইকরিমা বলেন, আমি মক্কায় এক বৃদ্ধের পেছনে সালাত আদায় করলাম। তিনি সালাতের মধ্যে বাইশবার 'আল্লাহু আকবার' বললেন। আমি ইবন আব্বাস রা.কে বললাম, লোকটি আহাম্মক। তিনি বললেন, হতভাগা পোড়া কপালে! এ তো আবুল কাসিম (ﷺ) এর সুন্নত ।
عن عكرمة قال: صليت خلف شيخ بمكة فكبر ثنتين وعشرين تكبيرة فقلت لابن عباس رضي الله عنه إنه أحمق فقال ثكلتك أمك سنة أبي القاسم صلى الله عليه وسلم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীস থেকে বোঝা যায় যে, প্রথম ও তৃতীয় রাকআত শেষে বসা সুন্নাত নয়। কারণ এই সময়ে বসলে তাকবীরের সংখ্যা ২৪ হতে হবে। কারণ রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক উঠাবসার সময় তাকবীর বলতেন।
ইতিপূর্বে উল্লিখিত ৪৫৭ নং হাদীস দেখুন। [তিরমিযি, হাদীস-২৫৩; নাসায়ি, হাদীস-১০৮৩]
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫১৪ | মুসলিম বাংলা