ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫০৮
দুই সাজদার মধ্যবর্তী সময়ে বলার দুআ
(৫০৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই সাজদার মাঝে বলতেন, 'হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, এবং আমাকে দয়া করুন, এবং আমাকে সার্বিক সুস্থতা ও নিরাপত্তা প্রদান করুন, এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিযিক প্রদান করুন' ।
عن ابن عباس رضي الله عنهما كان النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين: اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني

তাহকীক:
তাহকীক চলমান
