ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০৮
দুই সাজদার মধ্যবর্তী সময়ে বলার দুআ
(৫০৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই সাজদার মাঝে বলতেন, 'হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, এবং আমাকে দয়া করুন, এবং আমাকে সার্বিক সুস্থতা ও নিরাপত্তা প্রদান করুন, এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিযিক প্রদান করুন' ।
عن ابن عباس رضي الله عنهما كان النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين: اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, দুই সিজদার মাঝে উপরিউক্ত দুআটি পড়তে হয়। হযরত হুজাইফা রা. থেকে বর্ণিত একটি সহীহ হাদীসে আছে যে, রসূল স. দুই সিজদার মাঝে رَبِّ اغْفِرْ لِي দুআটি বারংবার পড়তেন। (ইবনে মাযা-৮৯৭, আবু দাউদ-৮৭৪, নাসাঈ-১০৬৯, মুসনাদে আহমাদ-২৩৩৭৫) মুসনাদে আহমাদের তাহকীকে শায়খ শুআইব আরনাউত রহ. এ হাদীসটিকে সহীহ বলেছেন। এ দুটি দুআ ছাড়াও অন্যান্য দুআ হাদীসে বর্ণিত আছে। অতএব, রসূলুল্লাহ স. বা সাহাবায়ে কিরাম যা পড়েছেন অথবা ইমামগণ যেটাকে বৈধ বলেছেন এমন যে কোন দুআই এখানে পড়া যেতে পারে। একা নামাযের ক্ষেত্রে সময়-সুযোগ ও সামর্থ অনুযায়ী বড় ও প্রয়োজনীয় দুআ পড়া ভালো। আর জামাতের নামাযে অসুস্থ ও দূর্বল মুসল্লীদের প্রতি লক্ষ রেখে যথা সম্ভব ছোট দুআ পড়া উত্তম হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৫)
