ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৪৮৫
নামাযের অধ্যায়
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৫) বারা’ রা. বলেন, সালাতের মধ্যে (কিরাআতের জন্য) দাঁড়ানো এবং (তাশাহহুদের জন্য) বসা ছাড়া রাসূলুল্লাহ (ﷺ) এর রুকু, সাজদা, দুই সাজদার মধ্যবর্তী বৈঠক এবং রুকুর পরে দাঁড়ানো- এগুলো সব প্রায় সমান ছিল ( সমান সময় লাগত)।
كتاب الصلاة
عن البراء رضي الله عنه قال: كان ركوع النبي صلى الله عليه وسلم وسجوده وبين السجدتين وإذا رفع رأسه من الركوع ما خلا القيام والقعود قريبا من السواء
তাহকীক:
হাদীস নং: ৪৮৬
নামাযের অধ্যায়
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৬) আবু কাতাদাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর যে নিজের সালাত থেকে চুরি করে! তারা বলেন, হে আল্লাহর রাসূল, নিজের সালাত থেকে কীভাবে চুরি করে? তিনি বলেন, সে সালাতের রুকু ও সাজদা পূর্ণ করে না। অথবা তিনি বলেন, সে রুকু ও সাজদায় তার শিরদাঁড়া সোজা ও স্থির করে না।
كتاب الصلاة
عن أبي قتادة رضي الله عنه مرفوعا: أسوأ النّاس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله وكيف يسرق من صلاته؟ قال لا يتم ركوعها ولا سجودها أو قال لا يقيم صلبه في الركوع والسجود
তাহকীক:
হাদীস নং: ৪৮৭
নামাযের অধ্যায়
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৭) আবু মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের মধ্যে রুকু ও সাজদায় তার পিঠ সোজা ও স্থির না করবে ওই ব্যক্তির সালাত হবে না।
كتاب الصلاة
عن أبي مسعود رضي الله عنه مرفوعا: لا تجزئ صلاة لأحد لا يقيم فيها ظهره في الركوع والسجود
তাহকীক: