ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৮০
রুকুর পদ্ধতি
(৪৮০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু করতেন তখন পরিপূর্ণ সোজা হতেন। এমনকি যদি তাঁর পিঠের উপর পানি ঢেলে দেওয়া হত তাহলে তা স্থির থাকত ।
عن ابن عباس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم: إذا ركع استوى فلو صب على ظهره الماء لاستقر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৮১
রুকুর পদ্ধতি
(৪৮১) আবু মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি সালাতে দাঁড়িয়ে রুকু করেন এবং তার দুইহাত দুই হাঁটুর উপর রাখেন।এবং তার হাতের আঙুলগুলো তার নীচে রাখেন। তিনি তার দুইকনুই ফাঁক করে সরিয়ে রাখেন । এভাবে তার দেহের সবকিছু স্থির হয়ে যায়।... শেষে তিনি বলেন, আমরা এভাবেই রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত আদায় করতে দেখেছি ।
عن أبي مسعود رضي الله عنه أنه ركع ووضع يديه على ركبتيه وجعل أصابعه أسفل من ذلك وجافى بين مرفقيه حتى استقر كل شيء منه... قال هكذا رأينا رسول الله صلى الله عليه وسلم يصلي
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৮২
রুকুর পদ্ধতি
(৪৮২) সা'দ ইবন আবী ওয়াক্কাস রা.র পুত্র মুসআব বলেন, আমি আমার পিতার পাশে সালাত আদায় করি। তখন আমি (রুকুর জন্য) আমার দুই হাতের তালু একত্র করে সেগুলোকে আমার দুই উরুর মাঝে রাখি। আমার পিতা আমাকে এরূপ করতে নিষেধ করেন। তিনি বলেন, আমরা এরূপ করতাম তখন আমাদের এরূপ করতে নিষেধ করা হয়। এবং আমাদেরকে আদেশ দেওয়া হয় যে, আমরা আমাদের হাতগুলো হাঁটুর উপর রাখব।
عن مصعب بن سعد يقول: صليت إلى جنب أبي فطبقت بين كفي ثم وضعتهما بين فخذي فنهاني أبي وقال: كنا نفعله فنهينا عنه وأمرنا أن نضع أيدينا على الركب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৮৩
রুকুর পদ্ধতি
(৪৮৩) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু করতেন তখন তাঁর পিঠ লম্বা করে দিতেন। আর যখন তিনি সাজদা করতেন তখন তাঁর আঙ্গুলগুলো কিবলামুখি করতেন।
عن البراء رضي الله عنه مرفوعا: إذا ركع بسط ظهره وإذا سجد وجه أصابعه قبل القبلة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৮৪
রুকুর পদ্ধতি
(৪৮৪) আবু সায়ীদ খুদরি থেকে বর্ণিত, সম্ভবত তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করবে তখন যেন সে পিঠ থেকে মাথা বেশী না ঝুঁকায়, যেমন গাধা মাথা ঝুঁকায়। বরং সে যেন তার পিঠ পূর্ণ সোজা ও সমান্তরাল রাখে।
عن أبي سعيد رضي الله عنه قال أراه رفعه: إذا ركع أحدكم فلا يذبح كما يذبح الحمار ولكن ليقم صلبه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান