ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৮৭
নামাযের অধ্যায়
গুপ্তাঙ্গ আবৃত করা অত্যাবশ্যক
(৩৮৭) বাহয ইবন হাকীম তার পিতা থেকে, তিনি তার দাদা (মুআবিয়া ইবন হাইদাহ রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার গুপ্তাঙ্গ সংরক্ষণ করবে, শুধুমাত্র তোমার স্ত্রী বা মালিকানাধীন ক্রীতদাসী ছাড়া অন্য সকলের থেকে।
كتاب الصلاة
عن بهز بن حكيم عن أبيه عن جده رفعه: إحفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك
তাহকীক:
হাদীস নং: ৩৮৮
নামাযের অধ্যায়
গুপ্তাঙ্গ আবৃত করা অত্যাবশ্যক
(৩৮৮) মুহাম্মাদ ইবন ইয়াদ যুহরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ কোনো গুপ্তাঙ্গ অনাবৃতকারীর প্রতি দৃষ্টিপাত করেন না ।
كتاب الصلاة
عن محمد بن عياض الزهري رضي الله عنه مرفوعا: لا ينظر الله إلى كاشف عورة
তাহকীক: