ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৫
ইকামতের মধ্যে সালাতের জন্য উঠার সময়
(৩৮৫) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, মুয়াযযিন যখন 'হাইয়া আলাল ফালাহ' বলবেন তখন সমবেত মুসল্লীদের উঠে কাতার সোজা করা উচিত । অতঃপর যখন মুয়াযযিন ‘কাদ কামাতিস সালাহ’ বলবেন তখন ইমাম তাকবীরে তাহরীমা বলবেন।
عن إبراهيم قال إذا قال المؤذن: حي على الفلاح فإنه ينبغي للقوم أن يقوموا فيصفوا فإذا قال المؤذن: قد قامت الصلاة كبر الإمام

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৮৬
ইকামতের মধ্যে সালাতের জন্য উঠার সময়
(৩৮৬) আব্দুল্লাহ ইবন আবু আউফা রা. বলেন, বিলাল যখন ‘কাদ কামাতিস সালাহ' বলতেন তখন রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলতেন।
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا قال بلال: قد قامت الصلاة نهض فكبر

তাহকীক:
তাহকীক চলমান