ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮৫
ইকামতের মধ্যে সালাতের জন্য উঠার সময়
(৩৮৫) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, মুয়াযযিন যখন 'হাইয়া আলাল ফালাহ' বলবেন তখন সমবেত মুসল্লীদের উঠে কাতার সোজা করা উচিত । অতঃপর যখন মুয়াযযিন ‘কাদ কামাতিস সালাহ’ বলবেন তখন ইমাম তাকবীরে তাহরীমা বলবেন।
عن إبراهيم قال إذا قال المؤذن: حي على الفلاح فإنه ينبغي للقوم أن يقوموا فيصفوا فإذا قال المؤذن: قد قامت الصلاة كبر الإمام

হাদীসের ব্যাখ্যা:

[এবিষয়ে ফকীহদের মাঝে মতভেদ রয়েছে। তাবিয়ি ইবরাহীম নাখয়ির মতামত উল্লেখ করে ইমাম মুহাম্মাদ বলেন, 'এটি আমার মত এবং ইমাম আবু হানীফার মতও এটিই। তবে ইমাম যদি ইকামত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, অতঃপর তাকবীর বলে, অসুবিধা নেই, উভয়ই ভালো’ । আর ইমাম আবু ইউসুফের মতে মুস্তাহাব হচ্ছে, ইকামত শেষ না পর্যন্ত দাঁড়াবে না এবং ইমাম তাকবীরে তাহরীমা বলবে না। তাবিয়ি সায়ীদ ইবন মুসাইয়িব বলেন: اذا قال المؤذن الله اكبر وجب القيام وإذا قال حي على الصلاة وعدلت الصفوف وإذا قال لا اله الا الله كبر الإمام 'মুআযযিন যখন (ইকামতের শুরুতে) আল্লাহু আকবার বলবে তখন দাঁড়ানো আবশ্যক, আর যখন বলবে হাইয়া আলাস সালাহ তখন কাতার সোজা করবে এবং যখন বলবে লা ইলাহা ইল্লাহ ইমাম তখন তাকবীর বলবে'। দেখুন: আইনি উমদাতুল কারি ৫/১৫৩; সারাখসি, আল মাবসুত ১/৩৯; কাসানি, বাদায়িউস সানায়ি' ১/২০০। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৮৫ | মুসলিম বাংলা