ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৮৬
ইকামতের মধ্যে সালাতের জন্য উঠার সময়
(৩৮৬) আব্দুল্লাহ ইবন আবু আউফা রা. বলেন, বিলাল যখন ‘কাদ কামাতিস সালাহ' বলতেন তখন রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলতেন।
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا قال بلال: قد قامت الصلاة نهض فكبر
