ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৮৮
গুপ্তাঙ্গ আবৃত করা অত্যাবশ্যক
(৩৮৮) মুহাম্মাদ ইবন ইয়াদ যুহরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ কোনো গুপ্তাঙ্গ অনাবৃতকারীর প্রতি দৃষ্টিপাত করেন না ।
عن محمد بن عياض الزهري رضي الله عنه مرفوعا: لا ينظر الله إلى كاشف عورة
হাদীসের ব্যাখ্যা:
[গ্রন্থকার হাদীসটির শেষাংশ উদ্ধৃত করেছেন। পূর্ণ হাদীসটি হল, মুহাম্মাদ ইবন ইয়াদ বলেন: رفعت إلى رسول الله صلى الله عليه وسلم في صغري وعلي خرقة وقد كشفت عوري فقال: عطوا خزمة 'শিশুকালে আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পেশ করা হয়। আমার উপর একখণ্ড বস্ত্র ছিল। তখন আমার সতর অনাবৃত হয়ে পড়ে । তখন তিনি বলেন, এর সতর ঢেকে দাও, কেননা শিশুর সতরের নিষেধাজ্ঞা প্রাপ্তবয়স্কের সতরের নিষেধাজ্ঞার মতোই। আল্লাহ কোনো গুপ্তাঙ্গ অনাবৃতকারীর প্রতি দৃষ্টিপাত করেন না'। ইমাম যাহাবি বলেন, হাদীসটির সনদ তমসাচ্ছন্ন এবং মতন মুনকার বা আপত্তিকর । আলবানি বর্ণনাটিকে মাওযূ' বা জাল বলেছেন। দেখুন: মুনাবি, ফাইযুল কাদীর ৪/৪০৪; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৪/২২০-২২১। -সম্পাদক]
