ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭২
পবিত্রতা সহকারে দাঁড়িয়ে আযান দেওয়া
(৩৭২) আব্দুল জাব্বার ইবন ওয়ায়িল বলেন, তার পিতা ওয়ায়িল ইবন হুজর রা. বলেছেন, প্রতিষ্ঠিত হক ও মাসনুন সুন্নত হল, কেউ পবিত্রতা ছাড়া আযান দিবে না এবং দাঁড়িয়ে ছাড়া আযান দিবে না।
عن عبد الجبار بن وائل عن أبيه قال: حق وسنة مسنونة أن لا يؤذن الرجل إلا وهو طاهر ولا يؤذن إلا وهو قائم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৩
পবিত্রতা সহকারে দাঁড়িয়ে আযান দেওয়া
(৩৭৩) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, ওযুহীন অবস্থায় আযান দেওয়াতে কোনো অসুবিধা নেই।
عن إبراهيم أنه قال: لا بأس أن يؤذن على غير وضوء

তাহকীক:
তাহকীক চলমান