ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৬৮
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৬৮) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক দুই আযানের (আযান ও ইকামতের) মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে, মাগরিব ব্যতীত।
عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال بين كل أذانين صلاة إلا المغرب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৬৯
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৬৯)ইবন বুরাইদা থেকে, তিনি আব্দুল্লাহ ইবন মুগাফফাল রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে, (তিনি তিনবার একথা বলে বলেন) যার ইচ্ছা হবে।
عن ابن بريدة عن عبد الله بن مغفل المزني رضي الله عنه أنّ رسول الله صلى الله عليه وسلم قال: بين كل أذانين صلاة ثلاثا لمن شاء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭০
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৭০) তাবিয়ি তাউস বলেন, ইবন উমার রা.কে মাগরিবের আগের দুই রাকআত নফল সালাত সম্পর্কে প্রশ্ন করা হল। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কাউকে এই দুই রাকআত সালাত আদায় করতে দেখি নি।
عن طاوس قال: سئل ابن عمر رضي الله عنه عن الركعتين قبل المغرب فقال: ما رأيت أحدا على عهد رسول الله صلى الله عليه وسلم يصليهما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭১
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৭১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) মাগরিবের পূর্বে দুই রাকআত নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা. এই সালাত আদায় করতেন না।
عن إبراهيم النخعي أنه نهى عن الصلاة قبل المغرب وقال: إن رسول الله صلى الله عليه وسلم. وأبا بكر. وعمر لم يكونوا يصلونها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা