ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৬
মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন ও সর্বাধিক সময়কাল
(২২৬) আনাস রা. বলেন, মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময় হল তিনদিন এবং সর্বোচ্চ সময় দশদিন।
عن أنس رضي الله عنه قال: أدنى الحيض ثلاثة وأقصاه عشرة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২৭
মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন ও সর্বাধিক সময়কাল
(২২৭) তাবি’-তাবিয়ি ওয়াকী' ইবনুল জাব্বাহ (১৯৭ হি.) বলেন, হায়িয বা ঋতুস্রাব হল, তিন থেকে দশদিন। এর বেশী হলে তা অসুস্থতাজনিত রক্তস্রাব বলে গণ্য হবে।
قال وكيع: الحيض ثلاث إلى عشر فما زاد فهي مستحاضة

তাহকীক:
তাহকীক চলমান
