ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৪
ঋতুবতী মহিলা সালাত ও সিয়াম বর্জন করবেন। সিয়াম কাযা করবেন, সালাত কাযা করবেন না
(২২৪) আবু সায়ীদ খুদরি রা. বর্ণিত এক হাদীসে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের বিষয়ে বলেন, একজন নারী ঋতুবতী হলে তিনি সালাত ও সিয়াম আদায় করেন না।
عن أبي سعيد الخدري رضي الله عنه في حديث له مرفوعا: أليس إذا حاضت لم تصل ولم تصم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২৫
ঋতুবতী মহিলা সালাত ও সিয়াম বর্জন করবেন। সিয়াম কাযা করবেন, সালাত কাযা করবেন না
(২২৫) আয়িশা রা. বলেন, আমাদের ঋতুস্রাব হলে আমাদের সিয়াম কাযা করার নির্দেশ প্রদান করা হত, কিন্তু সালাত কাযা করার নির্দেশ দেওয়া হত না।
عن عائشة رضي الله عنها قالت: كان يصيبنا ذلك تعني الحيض فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة.

তাহকীক:
তাহকীক চলমান