ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২২
সুতি বা পশমি মোজা ও জুতার উপর মাসাহ করা
(২২২) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ওযু করেন এবং তিনি সুতি মোজা জোড়া ও জুতা জোড়ার উপর মাসাহ করেন।
عن المغيرة بن شعبة رضي الله عنه قال: توضأ النبي صلى الله عليه وسلم ومسح على الجوربين والنعلين

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২২৩
সুতি বা পশমি মোজা ও জুতার উপর মাসাহ করা
(২২৩) বিলাল রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওযুর বিবরণে বলেন, তিনি ওযু করতেন এবং তাঁর পাগড়ি ও মোজা জোড়ার উপর মাসাহ করতেন।
عن بلال رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم قال: فيتوضأ ويمسح على عمامته ومؤقيه

তাহকীক:
তাহকীক চলমান