ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২১
ওযুর জন্য মোজার উপর মাসাহ করা যায়, গোসলের জন্য নয়
(২২১) সাফওয়ান ইবন আসসাল রা. বলেন, আমরা সফরে থাকলে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিতেন যে, জানাবাত বা গোসল ফরয না হলে যেন আমরা তিনদিন তিনরাত্রি আমাদের মোজা না খুলি। মলমূত্র ত্যাগ বা ঘুমের কারণে মোজা খুলতে হবে না বলে তিনি নির্দেশ দিতেন।
عن صفوان بن عسال رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا أن لا ننزع خفافنا ثلاثة أيام ولياليهن إلا من جنابة ولكن من غائط وبول ونوم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা