ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতাজনিত স্রাবে আক্রান্ত মহিলা গোসল করবেন ও সালাত আদায় করবেন
(২২৮) উসমান ইবন আবুল আস রা. বলেন, মাসিক ঋতুবতী মহিলা দশ দিবস অতিক্রম করলে তাকে অসুস্থতাজনিত রক্তস্রাবে আক্রান্ত বলে গণ্য করা হবে। সে গোসল করবে এবং সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن عثمان بن أبي العاص الثقفي رضي الله عنه قال: الحائض إذا جاوزت عشرة أيام فهي بمنزلة المستحاضة تغتسل وتصلي