ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৮
আল্লাহর বন্ধুগণের (ওলিগণের) মর্যাদা
(৫৮) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, 'যে ব্যক্তি আমার কোনো ওলির (বন্ধুর) সাথে শত্রুতা করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন ও ওলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তন্মধ্যে সবচেয়ে আমি ভালোবাসি যে কাজ আমি ফরয করেছি। (ফরয কাজ পালন করাই আমার ওলি হওয়ার জন্য সর্বপ্রথম ও সবচেয়ে প্রিয় কাজ)। এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার নৈকট্য ও বেলায়াতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি'।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه

তাহকীক:
তাহকীক চলমান
