ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৪
রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়-পরিজনগণের মর্যাদা
(৫৪) যাইদ ইবন আরকাম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন মক্কা ও মদীনার মধ্যবর্তী 'খুম' নামক স্থানে আমাদের মাঝে বক্তৃতা করলেন । তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। এরপর তিনি ওয়ায করলেন ও উপদেশ প্রদান করলেন। অতঃপর তিনি বললেন, হে মানুষেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি একজন মানুষ মাত্র। হয়ত শীঘ্রই আমার প্রভুর দূত এসে পড়বেন এবং আমি তাঁর ডাকে সাড়া দিয়ে চলে যাব । আমি তোমাদের মধ্যে দুইটি মহাগুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি । প্রথমত আল্লাহর কিতাব, যার মধ্যে রয়েছে পথের দিশা ও আলো । তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করবে এবং দৃঢ়ভাবে ধারণ করবে। এরপর তিনি বললেন, এবং আমার বাড়ির মানুষ বা পরিবার-পরিজন । আমি আমার পরিবার পরিজনের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে রাখতে উপদেশ প্রদান করছি। এই কথা তিনি তিনবার বলেন ।
হাদীসের বর্ণনাকারী সাহাবি যাইদ ইবন আরকামের ছাত্র তাবিয়ি হুসাইন ইবন সাবুরাহ তাকে প্রশ্ন করেন, হে যাইদ, রাসূলুল্লাহ (ﷺ) এর বাড়ির মানুষ বা পরিজন কারা? তাঁর স্ত্রীগণ কি তাঁর বাড়ির মানুষ বা পরিজন নন? উত্তরে যাইদ বলেন, তাঁর স্ত্রীগণও তাঁর বাড়ির মানুষ বা তাঁর পরিবার-পরিজন । তবে প্রকৃত অর্থে তাঁর পরিবার-পরিজন তারাই যাদের জন্য সাদাকা বা যাকাত গ্রহণ হারাম করা হয়েছে (তারা আলী, আকীল, জা'ফর ও আব্বাস রা.র পরিবার-বংশধর)।
عن زيد بن أرقم رضي الله عنه قال: قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما بين مكة والمدينة فحمد الله وأثنى عليه ووعظ وذكر ثم قال: أما بعد ألا أيها الناس فإنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب وأنا تارك فيكم ثقلين أولهما كتاب الله فيه الهدى والنور فخذوا بكتاب الله واستمسكوا به... ثم قال: وأهل بيتي أذكركم الله في أهل بيتي... ثلاثا. فقال له خصين ومن أهل بيته يا زيد أليس نساؤه من أهل بيته؟ قال: نساؤه من أهل بيته ولكن أهل بيته من حرم الصدقة بعده. (قال ومن هم؟ قال لهم آل علي وآل عقيل وآل جعفر وآل عباس).
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫৫
রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়-পরিজনগণের মর্যাদা
(৫৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে এবং আমার বাড়ির মানুষদের (পরিবার, বংশধর ও আত্মীয়দের) ভালোবাসবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أحبوا الله (لما يغذوكم من نعمه) واحبوني ( بحب الله) أحبوا اهل بيتى ( بحبي)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৬
রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়-পরিজনগণের মর্যাদা
(৫৬) সা’দ ইবন আবী ওয়াক্কাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আলী, ফাতিমা, হাসান ও হুসাইন রা.কে ডেকে একত্র করে বলেন, হে আল্লাহ, এরা আমার বাড়ির মানুষ (পরিবার ও আত্মীয়)।
عن سعد بن أبي وقاص رضي الله عنه قال: دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا رضي الله عنهم فقال: أللهم هؤلاء أهل بيتي.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৭
রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়-পরিজনগণের মর্যাদা
(৫৭) আয়িশা রা. থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । যে হাদীসে অতিরিক্ত বলা হয়েছে, “অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘হে নবী পরিবার, নিশ্চয় আল্লাহ ইচ্ছা করেন যে, তোমাদের থেকে অপবিত্রতা দূরীভূত করবেন এবং তোমাদেরকে পবিত্রতায় পূর্ণতা দান করবেন’ ।”
عن عائشة رضي الله عنها مرفوعا نحوه وفيه: ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান