ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১
সাহাবিগণের মর্যাদা
(৫১) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে সর্বোত্তম উম্মাত আমার যুগের মানুষেরা (সাহাবিগণ)। এরপর তাদের পরবর্তী যুগের মানুষগণ (তাবিয়িগণ) এবং এরপর তাদের পরবর্তী যুগের মানুষগণ (তাবি’-তাবিয়িগণ)।
عن عمران بن حصين رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫২
সাহাবিগণের মর্যাদা
(৫২) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সাহাবিগণকে সম্মান করবে; (কারণ তারাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ*)। তাঁদের পরে তাঁদের পরবর্তী যুগের মানুষেরা এবং এরপর তাঁদের পরবর্তী যুগের মানুষেরা। এরপর মিথ্যা প্রকাশিত হবে।
عن عمر رضي الله عنه مرفوعا: أكرموا أصحابي فإنّهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫৩
সাহাবিগণের মর্যাদা
(৫৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সাহাবিগণকে গালি দেবে না; কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে তাহলেও সে একজন সাহাবির এক মুদ্দ (প্রায় ৮২৫ গ্রাম বা ৫৪৪ গ্রাম) বা অর্ধ মুদ্দ দানের সাওয়াব ও মর্যাদা লাভ করতে পারবে না।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه

তাহকীক:
তাহকীক চলমান