ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪
অন্যায়ের পরিবর্তন
(৩৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখতে পেলে সে যেন তা তার হাত দিয়ে পরিবর্তন করে। যদি সে তা না পারে তাহলে তার জিহ্বা দিয়ে । তাও সম্ভব না হলে তার অন্তর দিয়ে। আর এই হল দুর্বলতম ঈমান।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان.

তাহকীক:
তাহকীক চলমান
