ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯
বিদআত বিষয়ক আলোচনা
(২৯) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমাদের কর্মের (দ্বীনের) মধ্যে এমন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্গত নয় তা প্রত্যাখ্যাত হবে।
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: من أحدث في أمرنا هذا ما ليس فيه (منه) فهو رد.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩০
বিদআত বিষয়ক আলোচনা
(৩০) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কর্ম করবে যা আমাদের কর্ম নয় তা প্রত্যাখ্যাত হবে ।
عن عائشة رضي الله عنها مرفوعا: من عمل عملا ليس عليه أمرنا فهو رد.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩১
বিদআত বিষয়ক আলোচনা
(৩১) ইরবাদ ইবন সারিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খবরদার! তোমরা নব-উদ্ভাবিত বিষয়াবলি থেকে আত্মরক্ষা করবে; কারণ নব-উদ্ভাবিত বিষয়াবলি বিভ্রান্তি।
عن العرباض بن سارية رضي الله عنه مرفوعا: وإياكم ومحدثات الأمور فإنها ضلالة.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩২
বিদআত বিষয়ক আলোচনা
(৩২) জারীর ইবন আব্দুল্লাহ রা. বলেন,** রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি কেউ ইসলামের মধ্যে কোনো ভালো সুন্নত চালু করে, অতঃপর অন্য মানুষেরা এই ভালো সুন্নত অনুযায়ী কর্ম করে তাহলে ওই প্রবর্তক ব্যক্তি পরবর্তী সকল কর্মকারীর কর্মের সমান সাওয়াব ও পুরস্কার পাবে, তবে এতে পরবর্তী কর্মকারীদের সাওয়াব কমবে না। অনুরূপভাবে যদি কেউ ইসলামের মধ্যে কোনো খারাপ সুন্নত চালু করে এবং পরে অন্য মানুষেরা এই খারাপ সুন্নতমতো কর্ম করে তাহলে পরবর্তী সকল কর্মকারীর কর্মের গোনাহের সমপরিমাণ গোনাহ লাভ করবে প্রথম প্রবর্তক ব্যক্তি। কিন্তু এতে পরবর্তী কর্মকারীদের গোনাহ কমবে না।
عن جرير بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৩
বিদআত বিষয়ক আলোচনা
(৩৩) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, মুসলিমগণ** যা ভালো মনে করবেন তা আল্লাহর নিকটেও ভালো। আর তারা যাকে খারাপ মনে করবেন তা আল্লাহর নিকেটেও খারাপ।
عن عبد الله بن مسعود رضي الله عنه أنه قال: ما رأى المسلمون حسنا فهو عند الله حسن وما رأوا سيئا فهو عند الله سيئ.

তাহকীক:
তাহকীক চলমান