ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৫
ফিতনা থেকে পলায়ন
(৩৫) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অদূর ভবিষ্যতে এমন অবস্থা হবে যে, মুসলিমের জন্য সর্বোত্তম সম্পদ বলে গণ্য হবে একটি মেষপাল, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় ও বৃষ্টিপাতের এলাকায় ঘুরে বেড়াবে। এভাবে সে তার দ্বীনকে রক্ষা করবার জন্য ফিতনা থেকে পালিয়ে বেড়াবে।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৬
ফিতনা থেকে পলায়ন
(৩৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শেষ যুগে অনেক মিথ্যাবাদী ধোঁকাবাজের আবির্ভাব ঘটবে, যারা তোমাদের কাছে এমন সব হাদীস নিয়ে আসবে, যা তোমরা এবং তোমাদের পিতা-পিতামহগণ কখনো শুনেন নি (তারা মিথ্যা ও বানোয়াট হাদীস বা নব-উদ্ভাবিত মতামত ও কর্মকাণ্ড প্রচার করবে, যেগুলো প্রথম যুগের মুসলিমগণের মধ্যে ছিল না)। খবরদার! তোমরা এদের থেকে দূরে থাকবে এবং আত্মরক্ষা করবে। তারা যেন কোনোভাবে তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে এবং ফিতনার মধ্যে ফেলতে না পারে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم
وإياهم لا يضلونكم ولا يفتنونكم.
وإياهم لا يضلونكم ولا يفتنونكم.

তাহকীক:
তাহকীক চলমান