ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১
- সামগ্রিক মূলনীতিসমূহ
নিয়্যাত শুদ্ধিকরণ
(১) উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কর্মসমূহ নিয়্যাত বা উদ্দেশ্যের দ্বারাই (উদ্দেশ্যের ভিত্তিতেই কর্মের প্রতিদান নির্ধারিত হয়)। একজন মানুষ তাই লাভ করবে যা সে উদ্দেশ্য করবে। (বুখারি ও মুসলিম)।
كتاب الجامع
النية
عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لإمرئ ما نوى.