মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬১৯১

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯১। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা হযরত জিবরাঈল (আঃ) তাঁহার (অর্থাৎ, আয়েশার) আকৃতির একটি জিনিস সবুজ বর্ণের রেশমী কাপড়ে পেঁচাইয়া আনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিলেন, ইনি দুনিয়া ও আখেরাতে আপনার বিবি হইবেন। — তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১৯২

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯২। হযরত আনাস (রাঃ) বলেন, বিবি সাফিয়্যার কাছে এই কথাটি পৌঁছিয়াছে যে, বিবি হাফসা তাহাকে ইহুদী কন্যা বলিয়াছেন। এই কথা শুনিয়া (দুঃখে ও ক্ষোভে) সাফিয়্যা কাঁদিতে লাগিলেন। এমন সময় নবী (ﷺ) তাঁহার নিকট যাইয়া দেখিলেন, তিনি কাঁদিতেছেন! জিজ্ঞাসা করিলেন, কি কারণে তুমি কাঁদিতেছ? সাফিয়্যা বলিলেন, হাফসা আমাকে ইহুদী কন্যা বলিয়াছে। এই কথা শুনিয়া নবী (ﷺ) বলিলেনঃ (হাফসা ঠিক বলে নাই,) তুমি তো এক নবীর কন্যা, আরেক নবী তোমার চাচা এবং তুমি আরেক নবীর স্ত্রী। সুতরাং হাফসা কোন কথায় তোমার উপর গর্ব করিতে পারে? অতঃপর তিনি বলিলেন, হে হাফসা ! আল্লাহকে ভয় কর! – তিরমিযী ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১৯৩

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯৩। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, মক্কা বিজয়ের পর একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) ফাতেমাকে নিজের কাছে ডাকিয়া নিয়া চুপে চুপে কিছু কথা বলিলেন। তাহা শুনিয়া ফাতেমা কাঁদিয়া দিলেন। অতঃপর তিনি পুনরায় তাহার সাথে কথা বলিলেন। এইবার ফাতেমা হাসিয়া দিলেন। (উম্মে সালামা বলেন,) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ওফাতের পর আমি ফাতেমাকে (ঐদিন) কাঁদিবার এবং হাসিবার কারণ জিজ্ঞাসা করিলাম। তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিয়াছেন, অচিরেই তিনি ইনতেকাল করিবেন, ইহা শুনিয়া আমি কাঁদিয়াছি। তারপর তিনি আমাকে বলিলেন, আমি মারইয়াম বিনতে এমরান ব্যতীত জান্নাতী সমস্ত নারীদের সরদার হইব! ইহা শুনিয়া আমি হাসিয়াছি। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১৯৪

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯৪। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ যখনই কোন মাসআলায় সন্দেহ বা সমস্যায় পড়িতাম, হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলে তাঁহার কাছে উহার সঠিক উত্তর বা সমাধান পাইয়া যাইতাম । —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব।

তাহকীক:
তাহকীক চলমান