মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৬১৯৫
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯৫। তাবেয়ী মুসা ইবনে তালহা (রহঃ) বলেন, হযরত আয়েশা (রাঃ) অপেক্ষা সুন্দর ও নির্ভুল ভাষ্যের অধিকারী আমি আর কাহাকেও দেখি নাই। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬১৯৬
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৯৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, একদা আমি স্বপ্নে দেখিলাম যে, আমার হাতে যেন এক টুকরা রেশমী কাপড়। আমি জান্নাতের মধ্যে যে কোথাও যাইতে ইচ্ছা করি, তখনই ঐ কাপড়খণ্ডটি আমাকে তথায় উড়াইয়া লইয়া যায়। অতঃপর আমি এই স্বপ্নটির কথা (আমার ভগ্নী) হাফসার কাছে বলিলাম, তখন হাফসা উহা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলিলে জবাবে তিনি বলিলেন: তোমার ভাই, অথবা বলিয়াছেন, আব্দুল্লাহ্ একজন নেককার লোক। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান