মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬১৮৩

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৮৩। হযরত আবু যর গিফারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি কা'বা শরীফের দরওয়াজ ধরিয়া বলিলেন, আমি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছি, সাবধান। আমার আহলে বায়ত হইল তোমাদের জন্য নূহ (আঃ)-এর নৌকার ন্যায়। যে উহাতে আরোহণ করিবে, সে রক্ষা পাইবে। আর যে উহা হইতে পশ্চাতে থাকিবে, সে ধ্বংস হইবে। —আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১৮৪

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৮৪। হযরত আলী (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, মারইয়াম বিনতে এমরান ছিলেন (তৎকালীন দুনিয়ার) সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠা। আর খাদীজা বিনতে খুওয়াইলেদ হইলেন (বর্তমান উম্মতের) সমগ্র নারী সমাজের মধ্যে শ্রেষ্ঠা। মোত্তাঃ
অপর এক রেওয়ায়তে আছে—আবু কুরাইব বলেন, বর্ণনাকারী ওয়াকী' আসমান ও যমীনের দিকে ইঙ্গিত করেন (অর্থাৎ, এই দুই স্থানের মধ্যে ইহারা উত্তম ও শ্রেষ্ঠা)।
অপর এক রেওয়ায়তে আছে—আবু কুরাইব বলেন, বর্ণনাকারী ওয়াকী' আসমান ও যমীনের দিকে ইঙ্গিত করেন (অর্থাৎ, এই দুই স্থানের মধ্যে ইহারা উত্তম ও শ্রেষ্ঠা)।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১৮৫

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৮৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা হযরত জিবরাঈল (আঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। এই যে খাদীজা একটি পাত্র লইয়া আসিতেছেন। উহাতে তরকারি এবং খাওয়ার দ্রব্য রহিয়াছে। তিনি যখন আপনার নিকট আসিবেন, তখন আপনি তাহাকে তাহার রবের পক্ষ হইতে এবং আমার পক্ষ হইতে সালাম বলিবেন এবং তাহাকে জান্নাতের মধ্যে মুক্তাখচিত এমন একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করিবেন, যেইখানে না কোন হৈ-হুল্লোড় আর না কোন কষ্ট বহিয়াছে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান