মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬০৯৬

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৬। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি জ্ঞানের গৃহ আর আলী হইলেন সেই গৃহের দ্বার। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। তিনি আরও বলিয়াছেন, কোন কোন রাবী হাদীসটি শারীক নামক রাবী হইতে বর্ণনা করিয়াছেন। তাহারা উহাতে সুনাবেহী রাবীর নাম উল্লেখ করেন নাই এবং শারীক ব্যতীত অন্য কোন নির্ভরযোগ্য রাবী হইতে এই হাদীস আমরা জানিতে পারি নাই।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬০৯৭

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৭। হযরত জাবের (রাঃ) বলেন, তায়েফের যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আলী (রাঃ)-কে কাছে ডাকিয়া (দীর্ঘক্ষণ) চুপে চুপে কিছু কথা বলিলেন। (কথা বলিতে দেরী হইতেছে দেখিয়া) লোকেরা বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যে তাঁহার চাচার পুত্রের সহিত দীর্ঘক্ষণ পর্যন্ত চুপে চুপে কথাই বলিতেছেন! (তাহাদের এই মন্তব্য শুনিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ চুপে চুপে আমি কথা বলি নাই; বরং স্বয়ং আল্লাহ্ই তাহার সহিত চুপে চুপে কথা বলিয়াছেন। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬০৯৮

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আলী (রাঃ)-কে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে আলী ! আমি ও তুমি ব্যতীত এই মসজিদে জুনুবী (অর্থাৎ, নাপাকী) অবস্থায় অন্য কাহারও প্রবেশ করা জায়েয নাই। (অধস্তন বর্ণনাকারী) আলী ইবনুল মুনযির বলেন, আমি যারার ইবনে সুরাদকে হাদীসটির তাৎপর্য জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, নাপাকী অবস্থায় আমি ও তুমি ব্যতীত অন্য কাহারও জন্য এই মসজিদের উপর দিয়া পথ অতিক্রম করা জায়েয নাই। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬০৯৯

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৯। হযরত উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) কোন এক অভিযানে সেনাদল পাঠাইলেন। তাহাদের মধ্যে আলীও ছিলেন। উম্মে আতিয়্যা বলেন, সেনাদল পাঠাইবার পর রাসূলুল্লাহ্ (ﷺ)কে আমি দুই হাত তুলিয়া এইভাবে দো'আ করিতে শুনিয়াছি,— তিনি বলিতেছেনঃ ইয়া আল্লাহ্! আলীকে পুনরায় আমাকে না দেখাইবার পূর্ব পর্যন্ত তুমি আমার মৃত্যু দান করিও না। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১০০

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০০। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুনাফেক আলীকে মহব্বত করে না এবং কোন মু'মিন আলীর প্রতি হিংসা রাখে না। – আহমদ ও তিরমিযী, এবং তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান এবং সনদের দিক দিয়া গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১০১

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০১। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আলীকে গালি দিল, সে যেন আমাকেই গালি দিল। — আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬১০২

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০২। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিয়াছেনঃ তোমার মধ্যে ঈসা (আঃ) -এর সাদৃশ্য রহিয়াছে। ইহুদীরা তাঁহাকে এমনভাবে হিংসা করে যে, তাহার মায়ের উপর অপবাদ রটাইয়া ছাড়ে। পক্ষান্তরে নাসারাগণ তাঁহাকে মহব্বত করিতে যাইয়া তাঁহাকে এমন স্থানে পৌঁছাইয়া দেয়, যাহা তাঁহার জন্য শোভনীয় নয়। অতঃপর আলী (রাঃ) বলিলেন, আমার ব্যাপারে দুই দল ধ্বংস হইবে। (একদল) অত্যধিক প্রেমিক, যাহারা আমার প্রশংসায় এমন সব গুণাবলী বলিবে, যাহা আমার মধ্যে নাই। আর (দ্বিতীয়) হিংসুকের দল, যাহারা আমার প্রতি হিংসার বশীভূত হইয়া আমার নামে মিথ্যা অপবাদ রটাইবে। —আহমদ

তাহকীক:
তাহকীক চলমান