মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৬০৮৮
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৮। হযরত যিরর ইবনে হোবাইশ (রাঃ) বলেন, একদা হযরত আলী রাযিআল্লাহু আন্হু বলিয়াছেন, সেই মহান যাতে পাকের কসম। যিনি বীজ ফাটাইয়া অঙ্কুর বাহির করেন এবং বীর্য হইতে প্রাণী সৃষ্টি করেন, নাবীয়ে উম্মী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই অসিয়ত করিয়াছেন যে, মু'মিনই আমাকে মহব্বত করিবে এবং মুনাফেকই আমার প্রতি হিংসা পোষণ করিবে। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৮৯
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৯। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর যুদ্ধের সময় বলিলেন আগামীকাল আমি এই ঝাণ্ডা এমন এক ব্যক্তির হাতে প্রদান করিব, যাহার হাতে আল্লাহ্ তা'আলা (খায়বর দুর্গ) জয় করাইবেন, যিনি আল্লাহ্ তা'আলা ও তাহার রাসুলকে মহব্বত করেন আর আল্লাহ্ এবং তাঁহার রাসূলও তাহাকে মহব্বত করেন। অতঃপর ভোর হইতেই লোকেরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া উপস্থিত হইল। তাহারা প্রত্যেকেই (মনে মনে) এই আশা পোষণ করিতেছিল যে, ঝাণ্ডা তাহাকেই প্রদান করা হইবে। কিন্তু নবী (ছাঃ) জিজ্ঞাসা করিলেন, আলী ইবনে আবু তালিব কোথায়? লোকজন বলিল, ইয়া রাসুলাল্লাহ্। তাহার চোখে অসুস্থতা দেখা দিয়াছে। তিনি বলিলেন, তাহাকে ডাকিয়া আনার জন্য কাহাকেও পাঠাও। অতঃপর আলীকে আনা হইল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার উভয় চোখে থুথু লাগাইয়া দিলেন, ইহাতে তিনি সম্পূর্ণ সুস্থ হইয়া গেলেন, যেন তাহার চোখে কোনরূপ রোগ-ব্যথাই ছিল না। অতঃপর তিনি ঝাণ্ডা তাহার হাতেই প্রদান করিলেন।
ঝাণ্ডা হাতে লইয়া হযরত আলী (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। তাহাদের (অর্থাৎ, শত্রুদের) বিরুদ্ধে আমি ঐ পর্যন্ত লড়িয়া যাইব যেই পর্যন্ত তাহারা আমাদের মত (মুসলমান) না হইবে। নবী (ছাঃ) বলিলেন, তুমি ধীরে-সুস্থে চল, এমন কি যখন তুমি তাহাদের এলাকায় পৌঁছিবে, তখন সর্বপ্রথম তাহাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দিবে এবং ইসলামের মধ্যে আল্লাহর যেইসমস্ত হক বা বিধি-বিধান তাহাদের উপর ওয়াজিব, সেই সম্পর্কে তাহাদিগকে অবহিত করিবে। আল্লাহর কসম। তোমার দ্বারা যদি একটি লোককেও আল্লাহ্ হেদায়ত দান করেন, তবে তাহা তোমার জন্য লাল বর্ণের উট অপেক্ষাও অধিকতর উত্তম হইবে। মোত্তাঃ
আর হযরত বারা (রাঃ)-এর হাদীস- রাসুলুল্লাহ্ (ছাঃ) যে হযরত আলীকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন انت منى وانا منك (তুমি আমার এবং আমি তোমার فى باب بلوغ الصغير "শিশুর বয়ঃপ্রাপ্তি অধ্যায়ে বর্ণিত হইয়াছে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৯০
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯০। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ আলী আমার হইতে আর আমি আলী হইতে। আর সে প্রত্যেক মু'মিনের বন্ধু। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান