মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬০৮২

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮২। হযরত আবু হাবীবা হইতে বর্ণিত আছে যে, একদা তিনি হযরত ওসমান (রাঃ)-এর গৃহে প্রবেশ করিলেন। এই সময় ওসমান গৃহে বন্দী ছিলেন। তখন তিনি (আবু হাবীবা) শুনিতে পাইলেন, হযরত আবু হোরায়রা (রাঃ) কিছু কথা বলিবার জন্য হযরত ওসমানের নিকট আসিবার অনুমতি চাহিতেছেন। সুতরাং তিনি তাহাকে অনুমতি দিলেন। তখন আবু হোরায়রা (রাঃ) উঠিয়া দাড়াইলেন এবং প্রথমে আল্লাহর হামদ ও সানা পাঠ করিলেন। অতঃপর বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ নিশ্চয় তোমরা অচিরেই আমার ওফাতের পরে বিরাট ফেতনা ও মতানৈক্যে পতিত হইবে। অথবা বলিয়াছেন, ভয়ানক মতানৈক্য ও বিপর্যয়ে লিপ্ত হইয়া পড়িবে। তখন উপস্থিত লোকদের মধ্য হইতে জনৈক ব্যক্তি বলিল; ইয়া রাসূলাল্লাহ্! তখন আমরা কি করিব ? অথবা বলিল, তখন আমাদিগকে কি করিতে আদেশ করেন? উত্তরে তিনি বলিলেন, তখন তোমরা আমীর ও তাঁহার সঙ্গীদের আনুগত্য দৃঢ়ভাবে করিতে থাকিবে। “আমীর” শব্দটি বলিবার সময় তিনি (ﷺ) হযরত ওসমানের প্রতি ইশারা করিলেন। —হাদীস দুইটি বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে বর্ণনা করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬০৮৩

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - (আবু বাকর সিদ্দীক, উমার ফারূক এবং উসমান গনী রাযিয়াল্লাহু আনহুম) তিনজনের একত্রে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর এবং ওসমান (রাঃ)-সহ ওহুদ পাহাড়ের উপর আরোহণ করিলেন, (খুশীতে পাহাড় তাহাদিগকে লইয়া দুলিতে লাগিল। তখন নবী (ছাঃ) পদাঘাত করিয়া বলিলেন: ওহুদ, স্থির থাক। কেননা, তোমার উপর একজন নবী, একজন সিদ্দীক ও দুইজন শহীদ রহিয়াছেন। —বুখারী

তাহকীক:
তাহকীক চলমান