মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬০৮৪

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - (আবু বাকর সিদ্দীক, উমার ফারূক এবং উসমান গনী রাযিয়াল্লাহু আনহুম) তিনজনের একত্রে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৪। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, একবার আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মদীনার কোন একটি বাগানে ছিলাম। তখন এক ব্যক্তি আসিয়া (বাগানের) ফটক খুলিয়া দিতে অনুরোধ করিল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তাহার জন্য ফটক খুলিয়া দাও এবং তাহাকে বেহেশতের সুসংবাদ প্রদান কর। অতঃপর আমি ফটক খুলিয়া দিতেই দেখিলাম, তিনি হযরত আবু বকর (রাঃ)। তখন আমি তাহাকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথানুযায়ী (বেহেশতের সুসংবাদ দিলাম। তিনি "আল্হামদু লিল্লাহ" বলিয়া আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। অতঃপর আরেক ব্যক্তি আসিয়া ফটক খুলিয়া দিতে অনুরোধ করিল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আগন্তুক ব্যক্তির জন্য দরজা খুলিয়া দাও এবং তাহাকে জান্নাতের সুসংবাদ প্রদান কর। আমি গিয়া দরজা খুলিতেই দেখিলাম, আগন্তুক হইলেন ওমর (রাঃ)। তখন আমি তাহাকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুসংবাদটি জানাইয়া দিলাম। তিনিও আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। অতঃপর আরেক ব্যক্তি আসিয়া দরজা খুলিতে অনুরোধ করিল। তখন নবী (ছাঃ) আমাকে বলিলেন, তাহার জন্য দরজা খুলিয়া দাও এবং তাহার উপর কঠিন বিপদের আগমনসহ তাহাকে বেহেশতের সুসংবাদ প্রদান কর। আমি দরজা খুলিয়া দিতেই দেখিলাম, তিনি হইলেন ওসমান (রাঃ)। আমি তাহাকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন তাহা জানাইয়া দিলাম। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। অতঃপর বলিলেন, আল্লাহ্ই (আমার) সাহায্যকারী। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান