মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৬০৪১
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪১। ইবনে ওমরের এক রেওয়ায়তে আছে—অতঃপর ইবনুল খাত্তাব বালতিটা আবু বকরের হাত হইতে নিজের হাতে লইলেন। বালতিটি তাহার হাতে পৌঁছিয়াই বৃহদাকারে পরিণত হইয়া গেল। আর আমি কোন শক্তিশালী নওজোয়ানকেও দেখি নাই ওমরের ন্যায় পানি টানিয়া তুলিতে। এমন কি তিনি এত অধিক পরিমাণ পানি তুলিলেন যে, তাহাতে সমস্ত লোক পরিতৃপ্ত হইয়া গেল এবং পানির প্রাচুর্যের কারণে লোকেরা ঐ স্থানকে উটশালা বানাইয়া লইল। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৪২
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তাআলা ওমরের মুখে এবং তাঁহার অন্তরে হক কথা রাখিয়া দিয়াছেন। — তিরমিযী,

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৪৩
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৩। আর আবু দাউদ হযরত আবু যর (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, আল্লাহ্ তা'আলা ওমরের মুখে সত্য রাখিয়াছেন, কাজেই তিনি হক কথাই বলিয়া থাকেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৪৪
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৪। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা ইহা অসম্ভব মনে করিতাম না যে, ফিরিশতা (আল্লাহর পক্ষ হইতে) হযরত ওমরের মুখে কথা বলিয়া থাকেন। —বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৪৫
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) দো'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্ ! আবু জাহল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী কর।” এই দো'আর পর দিন ভোরে ওমর নবী (ﷺ)-এর খেদমতে হাযির হইয়া ইসলাম গ্রহণ করিলেন। ইহার পর নবী (ﷺ) মসজিদে (মসজিদুল হারামে) প্রকাশ্যে নামায পড়িয়াছেন। – আহমদ ও তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৪৬
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৬। হযরত জাবের (রাঃ) বলেন, একদা হযরত ওমর (রাঃ) হযরত আবু বকর (রাঃ)-কে সম্বোধন করিয়া বলিলেন, হে সর্বোত্তম মানুষ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পর! তখন আবু বকর (রাঃ) বলিলেন, যদি তুমি আমার সম্পর্কে এই কথা বল, তবে তুমি জানিয়া রাখ যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, ওমর অপেক্ষা উত্তম কোন ব্যক্তির উপর সূর্য উদিত হয় নাই। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৪৭
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৭। হযরত উকবা ইবনে আমের (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমার পরে যদি কেহ নবী হইতেন, তাহা হইলে ওমর ইবনুল খাত্তাবই হইতেন। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান