মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৭৯৮

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৮। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন ব্যাপারে আনন্দিত হইতেন তখন তাঁহার চেহারা মুবারক উজ্জ্বল হইয়া উঠিত। মনে হইত যেন তাঁহার মুখমণ্ডল চাঁদের টুকরা। বস্তুতঃ আমরা সকলেই উহা অনুভব করিতে পারিতাম। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৭৯৯

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৯। হযরত আনাস (রাঃ) বলেন, এক ইহুদী বালক নবী (ﷺ)-এর খেদমত করিত। একসময় সে অসুস্থ হইয়া পড়িল। তখন নবী (ﷺ) তাহার শুশ্রুষার জন্য কাছে গেলেন, তখন তিনি তাহার পিতাকে তাহার মাথার কাছে বসিয়া তওরাত পাঠ করিতে পাইলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ ওহে ইহুদী! আমি তোমাকে সেই আল্লাহ্ পাকের কসম দিয়া জিজ্ঞাস করিতেছি, যিনি হযরত মুসা (আঃ)-এর উপর তওরাত কিতাব নাযিল করিয়াছেন। তুমি কি তওরাত কিতাবে আমার পরিচিতি, আমার গুণাবলী এবং আমার আবির্ভাব ইত্যাদি সম্পর্কে কিছু পাইয়াছ? সে বলিল, না। তখন বালকটি প্রতিবাদ করিয়া বলিল, হ্যাঁ, আছে— আল্লাহর কসম; ইয়া রাসূলাল্লাহ্। নিশ্চয় আমরা তওরাত কিতাবে আপনার পরিচিতি, গুণাবলী ও আপনার আবির্ভাব ইত্যাদি সম্পৰ্কীয় বর্ণনা পাইয়াছি। “আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মা'বূদ নাই এবং নিশ্চয় আপনি আল্লাহর রাসূল।” তখন নবী (ﷺ) তাঁহার সঙ্গীদিগকে বলিলেন; এই লোকটিকে (বালকটির পিতা ইহুদীকে) ইহার মাথার নিকট হইতে উঠাইয়া দাও এবং তোমাদের (নওমুসলিম) ভাইটির যাবতীয় তত্ত্বাবধান তোমরাই কর। —বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৮০০

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৮০০। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয় আমি আল্লাহ্ তা'আলার প্রেরিত রহমত। —দারেমী আর বায়হাকী শোআবুল ঈমান গ্রন্থে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৮০১

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮০১। হযরত আনাস (রাঃ) বলেন, আমি এক নাগাড়ে দশ বৎসর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়াছি। কিন্তু তিনি কোন দিন উহু শব্দটি পর্যন্ত আমাকে বলেন নাই। এমন কি এই কাজটি কেন করিয়াছ আর ইহা কেন কর নাই ? এমন কথাও কোন দিন বলেন নাই। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান